হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোটরসাইকেলের বিকট শব্দের জেরে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মোটরসাইকেলের সাইল্যান্সারের বিকট শব্দ নিয়ে কথা-কাটাকাটির জেরে মো. মনিরুজ্জামান রাফি (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় রাইসান (২৭) নামের আরেকজন আহত হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান রাফি বন্দর থানার উত্তর হালিশহর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলের সাইল্যান্সারের বিকট শব্দ নিয়ে দুই পক্ষে প্রথমে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। আহত রাফি ও রায়হান নামের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য রাফির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে দুই পক্ষে কথা-কাটাকাটি হলে বিষয়টি সমাধান হয়ে যায়। কিন্তু ঘণ্টাখানেক পর এক পক্ষের কয়েক যুবক বঙ্গবন্ধু টানেলের মুখে অপর পক্ষের লোকজনের ওপর হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার