হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোটরসাইকেলের বিকট শব্দের জেরে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মোটরসাইকেলের সাইল্যান্সারের বিকট শব্দ নিয়ে কথা-কাটাকাটির জেরে মো. মনিরুজ্জামান রাফি (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় রাইসান (২৭) নামের আরেকজন আহত হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান রাফি বন্দর থানার উত্তর হালিশহর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলের সাইল্যান্সারের বিকট শব্দ নিয়ে দুই পক্ষে প্রথমে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। আহত রাফি ও রায়হান নামের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য রাফির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে দুই পক্ষে কথা-কাটাকাটি হলে বিষয়টি সমাধান হয়ে যায়। কিন্তু ঘণ্টাখানেক পর এক পক্ষের কয়েক যুবক বঙ্গবন্ধু টানেলের মুখে অপর পক্ষের লোকজনের ওপর হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু