হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোটরসাইকেলের বিকট শব্দের জেরে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মোটরসাইকেলের সাইল্যান্সারের বিকট শব্দ নিয়ে কথা-কাটাকাটির জেরে মো. মনিরুজ্জামান রাফি (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় রাইসান (২৭) নামের আরেকজন আহত হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান রাফি বন্দর থানার উত্তর হালিশহর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলের সাইল্যান্সারের বিকট শব্দ নিয়ে দুই পক্ষে প্রথমে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। আহত রাফি ও রায়হান নামের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য রাফির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে দুই পক্ষে কথা-কাটাকাটি হলে বিষয়টি সমাধান হয়ে যায়। কিন্তু ঘণ্টাখানেক পর এক পক্ষের কয়েক যুবক বঙ্গবন্ধু টানেলের মুখে অপর পক্ষের লোকজনের ওপর হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির