হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বালুরমাঠ পুলিশ ক্যাম্প সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, একটি দেশীয় রিভলভার, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার ৭ নম্বর ক্যাম্প, ব্লক-জি এর মো. সিদ্দিকের ছেলে মো. রহিম (২৪), ১৮ নম্বর ক্যাম্প, ব্লক-এম/ ১০ এর সাবের আহমদের ছেলে মোহাম্মদ নুর (২৭), ৬ নম্বর ক্যাম্প, সি/ ৬ এর মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)। 

 ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. ইকবাল বলেন, উখিয়া বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি অস্ত্র-গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার মোহাম্মদ ফয়েজের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এপিবিএন পুলিশের এই কর্মকর্তা।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের