হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ১৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু, শীত উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের পটিয়ার ১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় ১৬০টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। 

এরই মধ্যে বড়লিয়া, শোভনদণ্ডী ও দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নগুলোতে শুধুমাত্র সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট গ্রহণ চলছে। বাকি ১৪ টি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭ ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৬০টি। 

সরেজমিনে দেখা যায়, জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল ৮টার আগে থেকেই কেন্দ্রে এসেছেন ভোটারেরা। একাধিক কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতও চোখে পড়ার মতো। ভোট দেওয়ার জন্য তাঁরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অবস্থান করছেন। এসব কেন্দ্রে পুরুষ-স্ত্রী সবাইকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

জঙ্গল খাইন উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং  অফিসার প্রদীপ কুমার সেন গুপ্ত বলেন, সকাল আটটার আগেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। আমার কেন্দ্রে যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করি শেষ পর্যন্ত কোন ধরনের ঝামেলা ছাড়া শেষ হবে। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৮৩২টি। 

এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও পুলিশ, র‍্যাব, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের