হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ১৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু, শীত উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের পটিয়ার ১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় ১৬০টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। 

এরই মধ্যে বড়লিয়া, শোভনদণ্ডী ও দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নগুলোতে শুধুমাত্র সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট গ্রহণ চলছে। বাকি ১৪ টি  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭ ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৬০টি। 

সরেজমিনে দেখা যায়, জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল ৮টার আগে থেকেই কেন্দ্রে এসেছেন ভোটারেরা। একাধিক কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতও চোখে পড়ার মতো। ভোট দেওয়ার জন্য তাঁরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অবস্থান করছেন। এসব কেন্দ্রে পুরুষ-স্ত্রী সবাইকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

জঙ্গল খাইন উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং  অফিসার প্রদীপ কুমার সেন গুপ্ত বলেন, সকাল আটটার আগেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। আমার কেন্দ্রে যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করি শেষ পর্যন্ত কোন ধরনের ঝামেলা ছাড়া শেষ হবে। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৮৩২টি। 

এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও পুলিশ, র‍্যাব, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি