হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ার হোসেনের বাড়িতে ব্যাপক হামলা-ভাঙচুর চালানো হয়েছে। গতকাল শনিবার রাতে পৌর এলাকার সাতারপাড়া গ্রামের চিতোষী চৌরাস্তার বাসায় এই হামলার সময় লুটপাটও চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ার হোসেন বলেন, সারা দেশে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল বিকেলে পৌর এলাকার সাতারপাড়া চৌরাস্তায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় বিএনপিসহ অঙ্গসংগঠনের ১০ জন নেতা-কর্মী মারাত্মক আহত হন।

মনোয়ার হোসেন বলেন, ‘আমি সেই কর্মসূচিতে অংশগ্রহণের পর আহত নেতা-কর্মীদের খোঁজ নিতে ব্যস্ত ছিলাম। এই সুযোগে আমার সোনাপুর চৌরাস্তার বাসভবনের দরজা ভেঙে সন্ত্রাসীরা বাসায় ঢুকে তাণ্ডব চালায়। তারা ঘরের আসবাব ভাঙচুরসহ নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়। এ সময় জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় তারা। হামলায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, হামলা-ভাঙচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী