হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ার হোসেনের বাড়িতে ব্যাপক হামলা-ভাঙচুর চালানো হয়েছে। গতকাল শনিবার রাতে পৌর এলাকার সাতারপাড়া গ্রামের চিতোষী চৌরাস্তার বাসায় এই হামলার সময় লুটপাটও চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ার হোসেন বলেন, সারা দেশে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল বিকেলে পৌর এলাকার সাতারপাড়া চৌরাস্তায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় বিএনপিসহ অঙ্গসংগঠনের ১০ জন নেতা-কর্মী মারাত্মক আহত হন।

মনোয়ার হোসেন বলেন, ‘আমি সেই কর্মসূচিতে অংশগ্রহণের পর আহত নেতা-কর্মীদের খোঁজ নিতে ব্যস্ত ছিলাম। এই সুযোগে আমার সোনাপুর চৌরাস্তার বাসভবনের দরজা ভেঙে সন্ত্রাসীরা বাসায় ঢুকে তাণ্ডব চালায়। তারা ঘরের আসবাব ভাঙচুরসহ নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়। এ সময় জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় তারা। হামলায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, হামলা-ভাঙচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু