হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেয়ের বাড়ি থেকে ফেরা হলো না বৃদ্ধা রাবিয়ার, প্রাণ গেল ট্রাকচাপায়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় রাবিয়া খাতুন (৭২) নামে এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা রাবিয়া সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকার মৃত মনে মিয়ার স্ত্রী। 

এদিকে ঘটনা পরবর্তীতে অভিযুক্ত ট্রাক চালক তৌহিদ ইসলামকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটক ট্রাক চালক কক্সবাজার জেলার পেকুয়া থানার মাতব্বর পাড়া এলাকার মঞ্জুরুল আল মের পুত্র। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ। 

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, ভাটিয়ারি পূর্ব হাসনাবাদ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন রাবিয়া। সন্ধ্যায় মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। মহাসড়কের ভাটিয়ারি শহীদ মিনার এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী বেপরোয়া গতিতে আসা নিয়ন্ত্রণহীন ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনা পরবর্তীতে ট্রাক চালককে আটক করা হয়েছে। সেই সঙ্গে ট্রাকটিও আটক করে থানা হেফাজতে এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের