হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে আড়াই হাজার টাকার বিনিময়ে ভুয়া জন্মনিবন্ধন, যুবকের কারাদণ্ড

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে আড়াই হাজার টাকার বিনিময়ে ভুয়া জন্মনিবন্ধন সরবরাহ করত ওয়ার্ল্ড কম্পিউটার। দেশের যেকোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের সিলমোহর হুবহু জন্মনিবন্ধনে বসান থাকত। বিশেষ একটি চক্র মেইলে তথ্য আদান প্রদানের মাধ্যমে জন্ম নিবন্ধন তৈরির কাজ করত। আজ বৃহস্পতিবার আমেনা বেগম নামে এক নারীর ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করতে গিয়ে আটক হয় ওয়ার্ল্ড কম্পিউটারের স্বত্বাধিকারী মোস্তফা টিপু। 

আটক হওয়া যুবক মোস্তফা টিপু (২৭) পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক এলাকার মো. কাশেমের ছেলে। টাকার বিনিময়ে ভুয়া জন্ম নিবন্ধন দিতেন তিনি। 

আমেনা খাতুন বলেন, আমার জন্ম নিবন্ধন খুব জরুরি ছিল। ওয়ার্ল্ড কম্পিউটারে গেলে তারা জানায় ৪ হাজার টাকা দিলে জন্ম নিবন্ধন করে দেবে। পরে আড়াই হাজার টাকার বিনিময়ে দিতে রাজি হয়। জন্ম নিবন্ধন তৈরি হলে দেখি সেখানে নোয়াখালীর উপজেলার কোম্পানীগঞ্জের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর। আমার সন্দেহ হলে আমি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করি। 

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, ভুয়া জন্ম নিবন্ধন তৈরির অভিযোগে এক যুবককে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। আটকের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভুয়া জন্ম নিবন্ধন করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। 

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫