হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে সাংবাদিক থেকে জনপ্রতিনিধি কামাল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে মো. কামাল উদ্দিন নামের এক সাংবাদিক নির্বাচিত হয়েছেন। তিনি দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তালা প্রতীক নিয়ে ১ হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল হোসেন ফুটবল প্রতীকে পেয়েছেন ৭১৪ ভোট। 

জানা যায়, মো. কামাল উদ্দিন একজন সোচ্চার সাংবাদিক। ২০০৫ সাল থেকে ‘মাসিক ফটিকছড়ি’ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় জড়ান। তিনি বর্তমানে দৈনিক দিনকাল পত্রিকার ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

এ ছাড়াও তিনি স্থানীয় বাংলাপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময়ে অনিয়মের সংবাদ প্রকাশ করে এলাকাবাসীর কাছে তিনি বেশ জনপ্রিয় হয়েছেন। 

নির্বাচিত হওয়ার পর মো. কামাল উদ্দিনকে এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানায়। সাংবাদিক থেকে সাধারণ মানুষের ভালোবাসার কারণে তাঁর এ জয় বলে মনে করেন তিনি। 

মো. কামাল উদ্দিন বলেন, ‘এই জয় জনগণের। আমি আমার ওয়ার্ডকে একটি সুন্দর ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। সকল সমস্যায় জনগণের পাশে থাকব ইনশা আল্লাহ।’ 

গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (হেয়াকো) এলাকা হতে সাধারণ সদস্য পদে তিনি নির্বাচন করেন। 

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে