বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের আলী নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লাটিয়া এলাকার রিপন খন্দকারের ছেলে রনি খন্দকার (১৬)। আরেকজনের নাম–পরিচয় জানা যায়নি।
ইসলামপুর ফাঁড়ির ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, সিলেটমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ঢাকামুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ ২ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।