হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুপারিভর্তি ট্রাকে পাওয়া গেল ১৪ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর বাকলিয়ায় সুপারিভর্তি একটি ট্রাক থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটির পাশাপাশি একটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ শনিবার ভোরে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ সংলগ্ন আল মদিনা নামে একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিপুল পরিমাণের এসব ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, বাবুল কক্সবাজারের উখিয়ার ও রুবেল টেকনাফের বাসিন্দা। অন্যদিকে আজাদের নিজ বাড়ি সাতকানিয়া। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন মোহাম্মদপুর আবাসিকে বাছের কলোনী এলাকায় থাকেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে এলাকাটিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়। ভোর ৫টা নাগাদ পুলিশের একটি দল সুপারিভর্তি একটি ট্রাক তল্লাশি করে। ট্রাকটি টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশে এসেছিল। এ সময় চালকের আসনের পেছনের একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ সময় ট্রাকচালক মো. বাবুল (২৩) ও চালকের সহকারী রুবেল (১৯) নামে দুজনকে আটক করা হয়। একই সময় ইয়াবাগুলো নেওয়ার জন্য ঘটনাস্থলে মো. আজাদ (৩৩) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে পৌছান। পরে তাঁকেও আটক করা হয়।

ওসি বলেন, এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির