হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুপারিভর্তি ট্রাকে পাওয়া গেল ১৪ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর বাকলিয়ায় সুপারিভর্তি একটি ট্রাক থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটির পাশাপাশি একটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ শনিবার ভোরে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ সংলগ্ন আল মদিনা নামে একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিপুল পরিমাণের এসব ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, বাবুল কক্সবাজারের উখিয়ার ও রুবেল টেকনাফের বাসিন্দা। অন্যদিকে আজাদের নিজ বাড়ি সাতকানিয়া। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন মোহাম্মদপুর আবাসিকে বাছের কলোনী এলাকায় থাকেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে এলাকাটিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়। ভোর ৫টা নাগাদ পুলিশের একটি দল সুপারিভর্তি একটি ট্রাক তল্লাশি করে। ট্রাকটি টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশে এসেছিল। এ সময় চালকের আসনের পেছনের একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ সময় ট্রাকচালক মো. বাবুল (২৩) ও চালকের সহকারী রুবেল (১৯) নামে দুজনকে আটক করা হয়। একই সময় ইয়াবাগুলো নেওয়ার জন্য ঘটনাস্থলে মো. আজাদ (৩৩) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে পৌছান। পরে তাঁকেও আটক করা হয়।

ওসি বলেন, এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে