হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে ট্রাক খাদে পড়ে ২ নির্মাণশ্রমিক নিহত, আহত ২০

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার বগাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

হতাহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো পরিচয় পাওয়া যায়নি। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহর থেকে একদল নির্মাণশ্রমিক কাপ্তাই উপজেলায় ঢালাইয়ের কাজে যায়। সেখানে কাজ শেষে ঢালাই মিক্সচার মেশিনসহ মিনি ট্রাক (গাজীপুর ন-১১-০২১০) যোগে রাঙামাটি ফিরছিলেন।

ফেরার পথে ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রিজে ওঠার সময় ঢালাইয়ের মেশিনসহ মিনিট্রাক প্রায় ১০০ ফুট নিচের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং কমপক্ষে ২০ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘাগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্য, কাউখালী থানা-পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এই প্রতিবেদন লেখার সময় অবধি নিহত ও আহত নির্মাণশ্রমিকদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

সীতাকুণ্ডে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল