হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে ট্রাক খাদে পড়ে ২ নির্মাণশ্রমিক নিহত, আহত ২০

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার বগাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

হতাহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো পরিচয় পাওয়া যায়নি। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহর থেকে একদল নির্মাণশ্রমিক কাপ্তাই উপজেলায় ঢালাইয়ের কাজে যায়। সেখানে কাজ শেষে ঢালাই মিক্সচার মেশিনসহ মিনি ট্রাক (গাজীপুর ন-১১-০২১০) যোগে রাঙামাটি ফিরছিলেন।

ফেরার পথে ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রিজে ওঠার সময় ঢালাইয়ের মেশিনসহ মিনিট্রাক প্রায় ১০০ ফুট নিচের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং কমপক্ষে ২০ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘাগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্য, কাউখালী থানা-পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এই প্রতিবেদন লেখার সময় অবধি নিহত ও আহত নির্মাণশ্রমিকদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল