হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘরে তান্ত্রিক বৈদ্যের গলাকাটা লাশ উদ্ধার, বাইরে ঝুলছিল তালা

ফটিকছড়ি সংবাদদাতা

আবুল মনছুর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আবুল মনছুর (৫০) নামের তান্ত্রিক বৈদ্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

আবুল মনছুর হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খামারিপাড়ার শফি আলমের ছেলে।

নিহতের মা জাহানারা বেগম বলেন, ‘আমার ছেলে তান্ত্রিক বৈদ্যের কাজ করত। মাঝেমধ্যে আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দ পাওয়া মেয়ের ওই ঘরে থাকত। গত বুধবার রাতে কয়েকজন লোক তাঁর সঙ্গে দেখা করতে আসে। এরপর রাতে খাওয়া-দাওয়ার জন্য ঘরে তাঁকে ডাকতে গেলে তালাবদ্ধ দেখি। তাঁর থাকার ঘরের বাইরে থেকে দুটি তালা লাগানো ছিল। শুক্রবার সকালে দুর্গন্ধ পাওয়ায় প্রতিবেশীরা তালা ভেঙে প্রবেশ করে এবং রান্নাঘরে তাঁর গলাকাটা লাশ দেখতে পান। এরপর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

আবুল মনছুরের স্ত্রী আয়েশা বেগম বলেন, ‘আমার স্বামী মাঝেমধ্যে আশ্রয়ণের ঘরে আসতেন। তিনি বৈদ্যের কাজ করেন। এর বাইরে কোনো কাজ করেন না। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল বলে জানা নেই।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আবুল মনছুরের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা করবে বলে জানিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা