সংঘর্ষে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মারা গেলেও আজ শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল মজিদ (২০)। তিনি একটি বাসের চালকের সহকারী ছিলেন। তাঁর বাড়ি খাগড়াছড়িতে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, ‘আব্দুল মজিদ এক বাসচালকের সহকারী ছিলেন।’
চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আজকের পত্রিকাকে জানান, গত ২০ জুলাই ভোর ৩টার দিকে আব্দুল মজিদকে চাঁদপুর থেকে চমেকে আনা হয়। ওইখানে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ওই দিনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। গতকাল দুপুরে তিনি মারা যান।