হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ইউক্রেনের দুই নাবিকের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি জাহাজে ইউক্রেনের দুই নাবিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুজনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দুজনের মধ্যে একজন জাহাজেই মারা যান। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। চিকিৎসক মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। 

মৃত নাবিকরা হলেন-৩১ বছর বয়সী ইয়েরমাক ও ৫১ বছর বয়সী ইয়েটসেনকো। 

বন্দর সূত্রে জানা গেছে, তাঁরা দুজনই বন্দরে নোঙর করা মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এম ভি এপি এস্টারিয়া জাহাজের নাবিক। জাহাজটি সার নিয়ে মিশরের সোখনা বন্দর থেকে রওনা দিয়ে গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে পৌঁছায়। 

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, 'বৃহস্পতিবার তাঁরা দুজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ইয়েরমাক জাহাজেই আর ইয়েটসেনকো বন্দর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তাঁর বুকে ব্যথা ছিল। তবে তাঁদের মধ্যে করোনার কোনো লক্ষণ বা শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।' 
 
চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক জানান, জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট শোরলাইন শিপিংয়ে লোকজন তাঁদের মরদেহ শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। তবে তাঁদের যেহেতু আগেই মৃত্যু হয়েছে সেহেতু কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। 
 
হাসপাতালে স্থানীয় শিপিং এজেন্টদের যোগাযোগের যে দুটো ফোন নম্বর দেওয়া হয়েছে শুক্রবার রাতে ফোন করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত