হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিনের অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সেন্টমার্টিনে অপরিকল্পিত স্থাপনা ও নানা অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সেন্টমার্টিনে একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় সেন্টমার্টিনের সার্বিক অবস্থা দেখে এই উৎকণ্ঠা প্রকাশ করেন কমিটির সদস্যরা।

বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী। 

এ সময় র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিনে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে যে অব্যবস্থাপনা চলছে তা সত্যিই উদ্বেগজনক। এ অবস্থা চলতে থাকলে আগামী পাঁচ বছর পর এখানকার অবস্থা কী হবে তা চিন্তারও বাইরে। কোনো পর্যটক এখানে আসবে কি না আমার সন্দেহ। কারণ সেন্টমার্টিনের সর্বত্রই যেন হ-য-ব-র-ল অবস্থা। দ্বীপটিকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজ করার ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দেবে সংসদীয় কমিটি।’ 

আজ বেলা ৩টার দিকে সেন্টমার্টিনের তথ্যসেবা কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী, প্রকৌশলী মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, বেগম কানিজ ফাতিমা আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাম্মেল হোসেন, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিজুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।

পরে সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এই সভার মুলতবি ঘোষণা করেন। আগামীকাল রোববার দুপুরে কক্সবাজারে মুলতবি হওয়া এই সভা অনুষ্ঠিত হবে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়