হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

চাঁদপুর প্রতিনিধি

বৃষ্টিপাতের পর উপকূলীয় এলাকার লোকজনের খোঁজখবর নেন ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং ইউএনও সাখাওয়াত জামিল সৈকত। আজ শুক্রবার চাঁদপুর শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকায়।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত ছিল। আবহাওয়া অফিস জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার; যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

আজ শুক্রবার (৩০ মে) বেলা ৩টায় এসব তথ্য জানান চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব। তিনি বলেন, চাঁদপুর জেলায় ২৯ মে সকাল ৯টা থেকে ৩০ মে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার। এরপর বৃষ্টিপাত কমে যায়। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত নেই।

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও চাঁদপুর-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চাঁদপুর-নারায়ণগঞ্জের মধ্যে ছোট লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে বলে জানান চাঁদপুর নদীবন্দরের (ট্রাফিক বিভাগ) উপপরিচালক বাবু লাল বৈদ্য। অপর দিকে চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি হরিণা ফেরিঘাট কার্যালয়ের ম্যানেজার ফয়সাল চৌধুরী।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, চাঁদপুরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে। তারপরেও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনকে সঙ্গে নিয়ে শহরের পুরান বাজার রনাগোয়াল, বহরিয়া ও হরিণা এলাকা পরিদর্শন করা হয়েছে। এ সময় উপকূলীয় এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন জেলা প্রশাসক।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল