হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে হাসপাতালের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

নিহত মোহাম্মদ ইয়াছিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা হাসপাতালের পুকুর থেকে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত ইয়াছিন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা বলে জানান স্থানীয় বাসিন্দারা। আজ রোববার (৩ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলা হাসপাতালের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইয়াছিন আনোয়ারা উপজেলা হাসপাতালের সামনে মরিয়ম হোটেলের কর্মচারী ছিলেন। সকাল ১০টার দিকে হাসপাতালের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও কেউ কোনো সন্ধান পাননি। পুকুরের ঘাটে তাঁর পায়ে থাকা স্যান্ডেল, কাপড় ও সাবান দেখে মরিয়ম হোটেলের মালিক ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। দুপুর ১২টার দিকে তারা এসে উদ্ধারকাজ শুরু করে। বেলা ১টার দিকে পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মুজিবুর রহমান বলেন, দুপুরে স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে পুকুরের ঘাটে জামা-কাপড় দেখে সন্দেহ হলে পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরি দলের সদস্যরা। পরে অভিযানে পুকুর থেকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে