হোম > সারা দেশ > খাগড়াছড়ি

শিশুসন্তানকে ছুড়ে ফেলে গৃহবধূকে ধর্ষণ ঘটনার নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রতীকী ছবি

খাগড়াছড়ির মহালছড়িতে শিশুসন্তানকে ছুড়ে ফেলে গৃহবধূকে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতারা।

আজ শুক্রবার হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি মিঠুন চাকমা এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়েছে, মাইসছড়িতে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার সময় এক গৃহবধূ নিজের শিশুসন্তানকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিলেন। তাঁর স্বামী তখন বাড়িতে ছিলেন না। এ সময় অভিযুক্ত ব্যাক্তি বাড়িতে ঢুকে প্রথমে গৃহবধূর কাছ থেকে পাঁচ মাস বয়সী শিশুসন্তানকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন। এরপর তাঁকে টেনেহিঁচড়ে ধানখেতে নিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগী প্রতিরোধের চেষ্টা করেন এবং একপর্যায়ে চিৎকার দেন। তাঁর চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যান।

নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা ও যৌন নিপীড়নের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। কিছু দিন আগে বান্দরবানে এক খেয়াং নারীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর আগেও কাউখালী, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়িতে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

পার্বত্য চট্টগ্রামে এসব ঘটনা খুবই ভয়ংকর ও উদ্বেগের। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

অবিলম্বে মাইসছড়িতে গৃহবধূ ধর্ষণকারীকে সর্বোচ্চ শাস্তি, পাহাড়ি নারী ধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্টের ওপর জারি করা গোপন নিষেধাজ্ঞা তুলে নেওয়া ওো নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তাঁরা।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল