হোম > সারা দেশ > খাগড়াছড়ি

শিশুসন্তানকে ছুড়ে ফেলে গৃহবধূকে ধর্ষণ ঘটনার নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রতীকী ছবি

খাগড়াছড়ির মহালছড়িতে শিশুসন্তানকে ছুড়ে ফেলে গৃহবধূকে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতারা।

আজ শুক্রবার হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি মিঠুন চাকমা এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়েছে, মাইসছড়িতে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার সময় এক গৃহবধূ নিজের শিশুসন্তানকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিলেন। তাঁর স্বামী তখন বাড়িতে ছিলেন না। এ সময় অভিযুক্ত ব্যাক্তি বাড়িতে ঢুকে প্রথমে গৃহবধূর কাছ থেকে পাঁচ মাস বয়সী শিশুসন্তানকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন। এরপর তাঁকে টেনেহিঁচড়ে ধানখেতে নিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগী প্রতিরোধের চেষ্টা করেন এবং একপর্যায়ে চিৎকার দেন। তাঁর চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যান।

নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা ও যৌন নিপীড়নের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। কিছু দিন আগে বান্দরবানে এক খেয়াং নারীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর আগেও কাউখালী, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়িতে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

পার্বত্য চট্টগ্রামে এসব ঘটনা খুবই ভয়ংকর ও উদ্বেগের। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

অবিলম্বে মাইসছড়িতে গৃহবধূ ধর্ষণকারীকে সর্বোচ্চ শাস্তি, পাহাড়ি নারী ধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্টের ওপর জারি করা গোপন নিষেধাজ্ঞা তুলে নেওয়া ওো নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তাঁরা।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই