হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুক্তিপণ না দেওয়ায় শিশুকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অপহরণের পর মুক্তিপণ না দেওয়ায় রহিম নামে ১১ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা মাজার গেটে নির্মাণাধীন ভবন থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত আজম খানসহ (৩২) দুজনকে গ্রেপ্তার করেছে। 

নিহত শিশুটি পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার সেলিম উদ্দীনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৯ এপ্রিল বিকেলে টাকার জন্য প্রতিবেশী আজম খান শিশুকে অপহরণ করে। ওই দিনই শিশুটিকে নির্মাণাধীন ভবনে নিয়ে হত্যা করা হয়। এরপর সেখানে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। শিশুটি নিখোঁজ হওয়ার দিনেই থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা।’ 

গ্রেপ্তার দুজনের জবানবন্দি সূত্রে জানা যায়, শিশু রহিমকে টাকার জন্য আজম খান অপহরণ করে। রহিমের শারীরিক গঠন ভালো ছিল। আজমকে শিশুটি চিনতে পেরেছিল। আজম খানের সঙ্গে শিশুটির ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে রহিমকে নির্মাণাধীন ভবনে নিয়ে গাছের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির