হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুক্তিপণ না দেওয়ায় শিশুকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অপহরণের পর মুক্তিপণ না দেওয়ায় রহিম নামে ১১ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা মাজার গেটে নির্মাণাধীন ভবন থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত আজম খানসহ (৩২) দুজনকে গ্রেপ্তার করেছে। 

নিহত শিশুটি পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার সেলিম উদ্দীনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৯ এপ্রিল বিকেলে টাকার জন্য প্রতিবেশী আজম খান শিশুকে অপহরণ করে। ওই দিনই শিশুটিকে নির্মাণাধীন ভবনে নিয়ে হত্যা করা হয়। এরপর সেখানে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। শিশুটি নিখোঁজ হওয়ার দিনেই থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা।’ 

গ্রেপ্তার দুজনের জবানবন্দি সূত্রে জানা যায়, শিশু রহিমকে টাকার জন্য আজম খান অপহরণ করে। রহিমের শারীরিক গঠন ভালো ছিল। আজমকে শিশুটি চিনতে পেরেছিল। আজম খানের সঙ্গে শিশুটির ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে রহিমকে নির্মাণাধীন ভবনে নিয়ে গাছের টুকরো দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু