হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে গত ২৪ ঘণ্টায় তিনজনের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর) 

চাঁদপুরের ফরিদগঞ্জে গত ২৪ ঘণ্টায় আত্মহত্যা করে মৃত দুই গৃহবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। 

মৃতরা হলেন-উপজেলার আদশা গ্রামের প্রবাসী জিল্লুর রহমানের মেয়ে ও সাইমুন মোল্লার স্ত্রী আসমা আক্তার (১৯), গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা গ্রামের প্রবাসী পিন্টু পাওয়ারীর মেয়ে ও প্রবাসী সজুন পাটওয়ারীর স্ত্রী শাহানাজ বেগম ও ফরিদগঞ্জের মধ্য পোয়া গ্রামের দিনমজুর বাবুল মিয়া। 

জানা যায়, আসমা আক্তার পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে গত মঙ্গলবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়। স্বামীর পরকীয়ার কারণে সে আত্মহত্যা করেছেন। অপরদিকে, শাহানাজ বেগম পারিবারিক কলহের কারণে চাঁদপুর শহরতলির বাবার বাসায় চলে যায়। সেখানে গিয়ে গতকাল বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

এ ছাড়া বাবুল মিয়াকে কয়েক দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁকে ছেলেমেয়েদের সামনে প্রকাশ্যে মারধর করে কিছু লোক। বিচার না পাওয়ায় অভিমান করে আজ সকালে আত্মহত্যা করেন তিনি। 

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন বলেন, মৃত্যুর ঘটনার ছবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির