চট্টগ্রামের জিইসি মোড়ের চার তারকা হোটেল পেনিনসুলার বেসমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে ভবনটির বেসমেন্ট। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
পেনিনসুলা হোটেলের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কর্মী কামাল হোসেন বলেন, হোটেলের বর্ধিতাংশে এই আগুন লাগার ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ৷ আগুন নিভে গেছে, তবে এখনো সেখানে প্রচুর ধোঁয়ার কুণ্ডলী আছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক শামীম আহমদ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুনের কারণে ভবনের বেসমেন্টের একপাশে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে।