হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে নিজের শোয়ার ঘরে পড়ে ছিল প্রবাসী যুবকের গলাকাটা লাশ 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ বাড়িতে ঘরের ভেতর থেকে এক প্রবাসী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন (২৪) নামের ওই প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো. মাসুদ রানার ছেলে।

পুলিশ বলছে, গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি (সেমুতাং গ্যাসফিল্ড) এলাকার প্রবাসী সাজ্জাদ হোসেনকে কে বা কারা রাতের আঁধারে নিজ ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে।

এদিকে প্রবাসীর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে, সেই সঙ্গে ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের দাবি করছেন এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধি বলেন, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ‘ঘটনা রহস্যাবৃত! কারণ বাউন্ডারি ঘরে দুই ভাই রাত্রিযাপন করত। এক ভাই দোকানে মোবাইলে রিচার্জ করতে যাওয়ার পরপর নিজ শয়নকক্ষে সাজ্জাদকে জবাই করে হত্যা করা হয়েছে! বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।’

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার