হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে নিজের শোয়ার ঘরে পড়ে ছিল প্রবাসী যুবকের গলাকাটা লাশ 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ বাড়িতে ঘরের ভেতর থেকে এক প্রবাসী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন (২৪) নামের ওই প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো. মাসুদ রানার ছেলে।

পুলিশ বলছে, গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি (সেমুতাং গ্যাসফিল্ড) এলাকার প্রবাসী সাজ্জাদ হোসেনকে কে বা কারা রাতের আঁধারে নিজ ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে।

এদিকে প্রবাসীর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে, সেই সঙ্গে ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের দাবি করছেন এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধি বলেন, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ‘ঘটনা রহস্যাবৃত! কারণ বাউন্ডারি ঘরে দুই ভাই রাত্রিযাপন করত। এক ভাই দোকানে মোবাইলে রিচার্জ করতে যাওয়ার পরপর নিজ শয়নকক্ষে সাজ্জাদকে জবাই করে হত্যা করা হয়েছে! বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির