হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র মামলায় দুই ভারতীয় নাগরিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

ভারতীয় নাগরিক রামবিলাস চৌধুরীকে (৫৫) সাত বছর ও তাঁর স্ত্রী কলাবতী চৌধুরীকে (৪৫) ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর তাঁদের সঙ্গে অবৈধ অস্ত্র রাখার দায়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত রামবিলাস ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার গৌরীমারী ধুমবালু কলোনির মৃত রামপরিয়াক চৌধুরীর ছেলে। 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম জানান, আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ৬ নভেম্বর ভারতীয় সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মহামারি গ্রাম থেকে অস্ত্রসহ ওই দম্পতিকে আটক করে র‍্যাব। 

রবিউল ইসলাম আরও জানান, র‍্যাব তাঁদের আটকের পর তল্লাশি করে কলাবতী চৌধুরীর হাতে থাকা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় আমেরিকার তৈরি অস্ত্র ছাড়াও একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করে র‍্যাব। পরে র‍্যাবের উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী ভূঁইয়া বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। 

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা