হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্র মামলায় ভারতীয় দম্পতির কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র মামলায় দুই ভারতীয় নাগরিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

ভারতীয় নাগরিক রামবিলাস চৌধুরীকে (৫৫) সাত বছর ও তাঁর স্ত্রী কলাবতী চৌধুরীকে (৪৫) ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর তাঁদের সঙ্গে অবৈধ অস্ত্র রাখার দায়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত রামবিলাস ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার গৌরীমারী ধুমবালু কলোনির মৃত রামপরিয়াক চৌধুরীর ছেলে। 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম জানান, আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ৬ নভেম্বর ভারতীয় সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মহামারি গ্রাম থেকে অস্ত্রসহ ওই দম্পতিকে আটক করে র‍্যাব। 

রবিউল ইসলাম আরও জানান, র‍্যাব তাঁদের আটকের পর তল্লাশি করে কলাবতী চৌধুরীর হাতে থাকা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় আমেরিকার তৈরি অস্ত্র ছাড়াও একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করে র‍্যাব। পরে র‍্যাবের উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী ভূঁইয়া বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত