হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আবু তালেব (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. সিফাত (২৮) নামে এক যুবক। আজ মঙ্গলবার ভোরে আনোয়ারা থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালেব চন্দনাইশের কেশুয়া এলাকার বাসিন্দা এবং অপর আহত ব্যক্তি সিফাতের ঠিকানা পাওয়া যায়নি। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন। দুজনই আনোয়ারা থেকে চন্দনাইশের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী মিঠুন কুমার দত্ত বলেন, ভোর ৬টার দিকে উপজেলার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমুখী পণ্যবাহী ট্রাকটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাঁদের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

আনোয়ারা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান