হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারকালে সেন্ট মার্টিনে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০

কক্সবাজার প্রতিনিধি

সারসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়।

আজ শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরে মৎস্য আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে সাগরে মাছ ধরার নৌকা চলাচল বেআইনি। কিন্তু গতকাল কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্ট মার্টিনের দক্ষিণে ছেঁড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত সন্দেহজনক কাঠের নৌকা দেখতে পায়। কোস্ট গার্ডের সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে ধাওয়া করে নৌকাটি আটক এবং তল্লাশি চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারীরা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, জব্দ করা সার টেকনাফ কাস্টমস অফিসে এবং আটক পাচারকারী ও পাচারকাজে ব্যবহৃত নৌকাটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত