হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারকালে সেন্ট মার্টিনে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০

কক্সবাজার প্রতিনিধি

সারসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়।

আজ শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরে মৎস্য আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে সাগরে মাছ ধরার নৌকা চলাচল বেআইনি। কিন্তু গতকাল কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্ট মার্টিনের দক্ষিণে ছেঁড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত সন্দেহজনক কাঠের নৌকা দেখতে পায়। কোস্ট গার্ডের সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে ধাওয়া করে নৌকাটি আটক এবং তল্লাশি চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারীরা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, জব্দ করা সার টেকনাফ কাস্টমস অফিসে এবং আটক পাচারকারী ও পাচারকাজে ব্যবহৃত নৌকাটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির