হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারকালে সেন্ট মার্টিনে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০

কক্সবাজার প্রতিনিধি

সারসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়।

আজ শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরে মৎস্য আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে সাগরে মাছ ধরার নৌকা চলাচল বেআইনি। কিন্তু গতকাল কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্ট মার্টিনের দক্ষিণে ছেঁড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত সন্দেহজনক কাঠের নৌকা দেখতে পায়। কোস্ট গার্ডের সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে ধাওয়া করে নৌকাটি আটক এবং তল্লাশি চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারীরা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, জব্দ করা সার টেকনাফ কাস্টমস অফিসে এবং আটক পাচারকারী ও পাচারকাজে ব্যবহৃত নৌকাটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু