হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে মরিচ খেতে পোকার আক্রমণ, চাষিদের কপালে ভাঁজ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে পোকার আক্রমণে পাতা কুঁকড়ে গিয়ে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

উপজেলা কৃষি বিভাগের সূত্রমতে, রাউজানে এবার ২৩০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। ২৩০ হেক্টর জমি থেকে ২ হাজার ৭৬০ মেট্রিক টন কাঁচা মরিচ উৎপাদন হয়েছে। যা থেকে ২৫০ মেট্রিক টন শুকনো মরিচ হতে পারে।

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষক ইসহাক ইসলাম মিয়া বলেন, ‘আমি ২৪ শতক জমিতে মরিচের চাষ করেছি। ফলন দিতে শুরু করলে হঠাৎ মরিচ পাতা কুঁকড়ে যাচ্ছে। সংশ্লিষ্ট বিভাগকে জানালে তারা কয়েকটি ওষুধ লিখে দিয়ে স্প্রে করতে বলে। কিন্তু তাতেও সুফল মিলছে না। শুরু থেকে এ পর্যন্ত ১০ হাজার টাকা খরচ হয়েছে।’

ইসহাক ইসলাম আরও বলেন, ‘লাভ দূরের কথা যে পরিমাণ বিনিয়োগ করেছি তাও উঠবে কিনা সন্দেহ। আগে কখনো এ ধরনের ক্ষতির মুখে পড়তে হয়নি।’ 

মরিচ চাষি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতি বছর মরিচের চাষ করি। ফলনও ভালো হয়। এবার মরিচ খেতে একধরনের রোগ দেখা দেওয়ায় ক্ষতির আশঙ্কা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির আজকের পত্রিকাকে বলেন, ‘এবার মরিচ খেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। আক্রমণ বেশি হলে প্রতি ১০ লিটার পানিতে ১০ মিলি হারে ওষুধ স্প্রে করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এই স্প্রে দিয়ে পোকার আক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব। এবার পোকার আক্রমণে কৃষকেরা কিছুটা লোকসানের মুখে পড়তে হতে পারে। বৃষ্টি হলে পোকার আক্রমণ কমে যেতে পারে।’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ