হোম > সারা দেশ > কক্সবাজার

বিয়েবাড়ির খাবার খেয়ে ৪০ জন হাসপাতালে

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে বিয়েবাড়ির খাবার খেয়ে বরযাত্রীসহ অন্তত ৪০ জন অসুস্থ হয়েছেন। গতকাল শুক্রবার রাত ২টা থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা বলছেন, অসুস্থ ব্যক্তিরা সবাই পেটে ব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই পৌরসভার পুটিবিলা গ্রামের বাসিন্দা। 

ডায়রিয়ায় আক্রান্ত মকসুদ মিয়া বলেন, ‘গতকাল পৌরসভার পুটিবিলার এলাকার ইয়ার মোহাম্মদ পাড়ার একটি বিয়ের দাওয়াতে যাই। পরে খাওয়া-দাওয়া শেষে বাড়ি চলে আসি। এরপর রাত ১০টার দিকে পেটব্যথা শুরু হয়। বেশি অসুস্থতাবোধ করলে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।’ 

অসুস্থ শেফা আক্তার (১৮) বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার পর পেটে ব্যথা ওঠে। রাতে ডায়রিয়া শুরু হয়। পরে আজ দুপুরে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছি। আমার সঙ্গে যাঁরা খাবার খেয়েছেন তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আতিকুল বাশার বলেন, গতকাল রাত ২টা থেকে আজ বেলা ১১টা পর্যন্ত দুই শিশুসহ অন্তত ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। 

মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক বলেন, বিয়ের খাবারের বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে সিটের সংকট থাকলেও দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ