হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিজিবি সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ভাড়া বাসা থেকে শামীমা আক্তার (৫৫) নামে এক বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, বাসায় একা থাকা ওই নারীর স্বর্ণালংকার, টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় ওই হত্যাকাণ্ড ঘটেছে। 

আজ রোববার সকালে ইপিজেড থানা এলাকার নিউমুরিংয় এলাকায় আবুল ফয়েজ নামে একটি ভবনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শামীমা আক্তার পটুয়াখালী জেলার বাউফল থানার মৃত জরিপ আলীর মেয়ে। ওই ভাড়া ঘরে তিনি তাঁর স্বামী জামাল উদ্দিনের সঙ্গে থাকতেন। তাঁর স্বামী রাঙ্গামাটি জেলায় বিজিবিতে কর্মরত রয়েছেন। 

পুলিশ বলছে, এই ঘটনায় একটি মামলা দায়ের হবে। এর আগে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে স্বর্ণালংকার, টাকা পয়সার কারণে এই খুনের ঘটনা ঘটেছে। পঞ্চম তলার ভবনটির একটি কক্ষে ওই নারী একা থাকতেন। তিনি নিঃসন্তান ছিলেন। পাশেই আরেকটি বাসায় এক যুবক থাকতেন। একই ভবনে বাস করায় তাঁরা পূর্ব পরিচিত। গতকাল শনিবার রাতে কোনো এক সময় ওই যুবকসহ মোট তিনজন ওই নারীর বাসার ভেতরে যায়। ওই নারীর স্বামী তখন বাসায় ছিলেন না। পরিচিত হওয়ায় কোনো প্রয়োজনের কথা বলে ওই যুবক বাসার ভেতরে ঢুকে থাকতে পারে। পরে ওই নারীর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়।’ 

এ পুলিশ কর্মকর্তা শাকিলা সুলতানা বলেন, ‘মরদেহর ধরন দেখে মনে হয়েছে ওই নারী নিজেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছেন। যে যুবককে আটক করা হয়েছে তাঁর হাতে একটি কামড়ের গভীর ক্ষত রয়েছে। এ ছাড়া তাঁর কাছ থেকে আমরা কিছু স্বর্ণালংকারও উদ্ধার করেছি। এসব জিনিসপত্র শামীমার বলে তাঁর বোন শনাক্ত করেছেন।’ 

পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা আরও বলেন, ‘আটক যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। এই হত্যাকাণ্ডে জড়িত বাকি দুজনকে শনাক্তের চেষ্টা চলছে।’ 

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের