হোম > সারা দেশ > চট্টগ্রাম

অগ্নিদগ্ধ হওয়ার তিন দিন পর যুবকের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর মো. রমজান আলী (৩২) নামে এক যুবক মারা গেছেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত বুধবার পৌরসভার নিজ ভাড়া বাসায় অগ্নিদগ্ধ হন তিনি। 

নিহত রমজান আলী ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙামাটিতে জিয়াউদ্দীন মিয়াজি বাড়ির আবুল কাসেমের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোলাম নবী কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ওই কলোনির ভাড়াটিয়া রমজান আলীর শরীর আগুনে ঝলসে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে, পরে চমেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন ছিলেন। এরপর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। 

ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিন দিন আগে অগ্নিদগ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি ছিলেন রমজান। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’ 

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ