হোম > সারা দেশ > চট্টগ্রাম

অগ্নিদগ্ধ হওয়ার তিন দিন পর যুবকের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর মো. রমজান আলী (৩২) নামে এক যুবক মারা গেছেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত বুধবার পৌরসভার নিজ ভাড়া বাসায় অগ্নিদগ্ধ হন তিনি। 

নিহত রমজান আলী ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙামাটিতে জিয়াউদ্দীন মিয়াজি বাড়ির আবুল কাসেমের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোলাম নবী কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ওই কলোনির ভাড়াটিয়া রমজান আলীর শরীর আগুনে ঝলসে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে, পরে চমেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন ছিলেন। এরপর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। 

ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিন দিন আগে অগ্নিদগ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি ছিলেন রমজান। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’ 

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ