হোম > সারা দেশ > চট্টগ্রাম

অগ্নিদগ্ধ হওয়ার তিন দিন পর যুবকের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর মো. রমজান আলী (৩২) নামে এক যুবক মারা গেছেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত বুধবার পৌরসভার নিজ ভাড়া বাসায় অগ্নিদগ্ধ হন তিনি। 

নিহত রমজান আলী ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙামাটিতে জিয়াউদ্দীন মিয়াজি বাড়ির আবুল কাসেমের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোলাম নবী কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ওই কলোনির ভাড়াটিয়া রমজান আলীর শরীর আগুনে ঝলসে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে, পরে চমেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন ছিলেন। এরপর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। 

ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিন দিন আগে অগ্নিদগ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি ছিলেন রমজান। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’ 

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট