চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর মো. রমজান আলী (৩২) নামে এক যুবক মারা গেছেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত বুধবার পৌরসভার নিজ ভাড়া বাসায় অগ্নিদগ্ধ হন তিনি।
নিহত রমজান আলী ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙামাটিতে জিয়াউদ্দীন মিয়াজি বাড়ির আবুল কাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোলাম নবী কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ওই কলোনির ভাড়াটিয়া রমজান আলীর শরীর আগুনে ঝলসে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে, পরে চমেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন ছিলেন। এরপর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিন দিন আগে অগ্নিদগ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি ছিলেন রমজান। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’