হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মেঘনায় ২২দিন মাছ ধরা বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ২২ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেইন আকন্দের সভাপতিত্বে টাস্কফোর্স কমিটির সভা অনুপস্থিত হয়েছে। এ সময় জেলা, উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সরকারের ঘোষণা অনুযায়ী, জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনলের ১০০ কিলোমিটার এলাকা আগামী ৪ অক্টোবর মধ্য রাত থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ২২ সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত করণ ও মজুতের নিষিদ্ধ করা হয়েছে। জেলেদের সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার সময় প্রতি জেলেকে ৪০ কেজি হারে খাদ্য সরবরাহ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এই জেলায় জেলে রয়েছেন ৫২ হাজার। এদের মধ্যে ৪৩ হাজার জেলে নিবন্ধিত রয়েছেন। সবাই জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। এ সময়ে জেলেদের জন্য ৪০ কেজি হারে খাদ্য সহায়তা দেওয়া হবে। এরপরও যারা আইন অমান্য করবে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির