হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৬ 

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আহত ছয়জন চিকিৎসা নিয়েছেন। পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের দুই কর্মীর কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাহজালাল হল ও সিএফসির কর্মীরা শাহ আমানত হলে অবস্থান নিয়ে একে–অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। 

সিক্সটি নাইন গ্রুপের নেতা কর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও সিএফসি গ্রুপের কর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। 

চবি শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসি গ্রুপের নেতা মির্জা খবীর সাদাফ আজকের পত্রিকাকে বলেন, ‘সিক্সটি নাইন গ্রুপের আকিব জাবেদ নামে এক কর্মী মদ্যপ অবস্থায় আমানত হলের সামনে এসে আমাদের ছেলেদের সঙ্গে ঝামেলা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ওই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে মীমাংসা করা হচ্ছে।’ 

সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘র‍্যাগ ডের অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিনিয়র নেতারা মীমাংসা করছেন।’ 

 এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ আজকের পত্রিকাকে বলেন, ‘কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্য ঝামেলা হয়েছে। আমরা দুই পক্ষকে হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি এখন শান্ত। দুই পক্ষের ছয়জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে