হোম > সারা দেশ > চাঁদপুর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

নিহত বাংলাদেশি মিজানুর রহমান। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে। তিনি এক ছেলে ও এক কন্যাসন্তানের জনক। নিহত ব্যক্তির চাচাতো ভাই মো. পারভেজ মোশারফ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারভেজ মোশারফ বলেন, মিজানুর রহমান সৌদি আরবে পণ্য পরিবহনের গাড়ি চালাতেন। ২০ এপ্রিল সৌদি আরবের সময় রাত ২টার দিকে গাড়িতে মালপত্র ভর্তি করে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পারভেজ মোশারফ আরও বলেন, ‘পরিবারের সদস্যরা আজ সোমবার দুপুরে তাঁর মৃত্যুর বিষয়টি জেনেছেন। তাঁর লাশ দেশে আনার প্রস্তুতি চলছে। ২১ বছর ধরে মিজানুর রহমান সৌদি আরবে বসবাস করছেন। সর্বশেষ গত বছর দেশে এসেছিলেন।’

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামের একজনের মৃত্যুর খবরটি শুনেছি। বিষয়টি দুঃখজনক। তিনি এই উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। তাঁর লাশ দেশে আনার জন্য সার্বিক সহযোগিতা করা হবে।’

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার