হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চার পা নিয়ে শিশুর জন্ম!

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে চারটি পাসহ এক কন্যা শিশুর জন্ম হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার এক হাসপাতালে শিশুটির জন্ম হয়। শিশুর মা সুস্থ হলেও শিশুর হালকা শ্বাসকষ্ট রয়েছে।

ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হাতির খেদা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী নাছরিন আক্তার (১৮) এ শিশুর জন্ম দেন। এ খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে মানুষ ভিড় জমান হাসপাতালে। 

নবজাতকের বাবা সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ২০২০ সালে তাঁদের বিয়ের পর প্রথম ছেলের জন্ম হয়। কিন্তু সেই ডেলিভারির সময় মারা যায়। আজ ভোরে তাদের কন্যা সন্তানের জন্ম হলো। এতে সবার মুখে হাসি ফুটলেও স্বজনরা দুশ্চিন্তায় আছেন। 

ওই হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ মারিয়া কিবতিয়া বলেন, সোমবার রাত ২টার দিকে নাছরিন আক্তার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ মঙ্গলবার ভোর ৫টার সময় চার পা বিশিষ্ট কন্যা শিশুর স্বাভাবিক প্রসব হয়। 

হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এস এ ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির চার পায়ের মধ্যে দুটি পা ক্লাব ফুট (মুগুর পা) এবং বাকি দুটি পা অস্বাভাবিক। মেরুদণ্ড মেনিগোসিল। শিশুটির ওজন ২ কেজি ৮০০ গ্রাম। শিশুটির মা পুরোপুরি সুস্থ হলেও শিশুর হালকা শ্বাসকষ্ট রয়েছে।’ 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির