রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ফজল করিম (১৬) নামের এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাতের কোনো এক সময় গলায় বিছানার চাদর পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে।
আজ শনিবার সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান মা নাছিমা আক্তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত ফজল করিম চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নবগ্রামের মো. খায়রুল বশিরের ছেলে।
তার মা নাছিমা আক্তার জানান, শুক্রবার রাতের খাবার শেষে প্রতিদিনের মতো বসতঘরের পাশে স্যানিটারি দোকানে ঘুমাতে যায় ফজল করিম। পরদিন সকালে তিনি মেয়েকে কোরআন শিক্ষার মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময় দেখতে পান তাঁর ছেলে দোকানের ভেতরে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহত ফজল করিম ভীষণ জেদি ও অবাধ্য ছিল এবং প্রায়ই রাতবিরাতে বাইরে ঘোরাফেরা করত। এ নিয়ে ঘটনার আগের দিন তার মা তাকে বকা দেন। মায়ের বকা খেয়েই অভিমান করে ছেলে আত্মহত্যা করেছে।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।