হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেই জাঙ্গালিয়ায় এক দিনের ব্যবধানে ফের সড়ক দুর্ঘটনা, ৭ লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা।

চট্টগ্রামের লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এক দিনের ব্যবধানে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার বাস–মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন।

আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করেছেন। তবে তাঁরা প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানাতে পারেননি।

একই ঘটনায় আরও একজনেরমৃত্যুর খবর শোনা গেলেও পুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ঈদুল ফিতরের দিন গত সোমবার সকালে একই এলাকায় বাস–মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ নিয়ে এক দিনের ব্যবধানে একই এলাকায় মহাসড়কে ১২ জনের প্রাণহানি হলো। এ ছাড়া দুই ঘটনায় আহত হয়েছেন ১১ জন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

উদ্ধার অভিযানে যাওয়া লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে সকালে একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। মাইক্রোবাস দুটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটি ছিল চট্টগ্রামের দিকে। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের পেছনে থাকা আরও একটি মাইক্রোবাস এসে সেখানে ধাক্কা খায়।

চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা।

রাখাল চন্দ্র রুদ্র বলেন, হতাহতদের বেশির ভাগই প্রথম মাইক্রোবাসের যাত্রী ছিলেন। ওই মাইক্রোবাসের চালকও মারা গেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম–পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। বাসটিরও সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের