হোম > সারা দেশ > কক্সবাজার

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় জুয়ার আসরে পুলিশের ধাওয়া খেয়ে মাতামুহুরি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে মাতামুহুরি নদীর কুইন্যারকূম এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। 

মৃত যুবকের নাম শফি আলম (২৬)। তিনি কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুস সোবহানের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড়টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের নতুন খালের মুখ এলাকায় মাতামুহুরি নদীর তীরে ৭-৮ জন জুয়াড়ি জুয়া খেলছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে টহল পুলিশ সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়। তাঁদের মধ্যে ৩ যুবক মাতামুহুরি নদীতে ঝাঁপ দেয়। এদের মধ্যে দুজন সাঁতার কেটে কোলে উঠতে পারলেও শফি আলম নিখোঁজ ছিলেন। প্রায় ২৭ ঘণ্টা পর রোববার সকালে নদীতে মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল