হোম > সারা দেশ > চট্টগ্রাম

গুলিভর্তি অস্ত্রসহ চবিতে যুবককে সেনাবাহিনীর হাতে দিলেন শিক্ষার্থীরা

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গুলিভর্তি পিস্তলসহ (রিভলবার) দাওদ সালমান (২৭) নামে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁর কাছ থেকে এক শিক্ষার্থীর মার্কশিট উদ্ধার করা হয়। পরে তাঁকে সেনাবাহিনীর হাতে তুলে দেন তাঁরা।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান,আজ বেলা ৩টার দিকে এফ রহমান হলের ৪১৫ নম্বর কক্ষ থেকে নিয়ে যাওয়ার সময় গুলিভর্তি পিস্তলসহ ওই যুবককে আটক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাঁর কাছে সায়েদ ফুল মধু নামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মার্কশিট ও কিছু কাগজপত্র পাওয়া যায়। 

আটক যুবক নিজেকে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে পরিচয় দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান। পরে তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘আটক হওয়া ওই যুবক আমাদের চবির সমন্বয়ক ইব্রাহিম রনি ভাইকে সার্টিফিকেট ও মার্কশিট নেওয়ার কথা বলে হলে প্রবেশ করার জন্য আমকে ফোন দেয়। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে, সে কথা না শুনে হলের গার্ডকে ধাক্কা দিয়ে জোর করে প্রবেশ করে। এরপর সে যখন তার জিনিসপত্র নিয়ে বের হয়, ততক্ষণে আমরা হলের সামনে চলে আসি। তার কাছে থাকা জিনিসপত্র চেক করার সময় আমরা গুলিভর্তি পিস্তলসহ কিছু গাঁজা পেয়েছি।’ 

তিনি বলেন, ‘আমরা তাকে আটক করার সময় সে আমাদের ওপর হামলার চেষ্টা করেছে। আমাদের সব সমন্বয়কের জীবন এখন হুমকির মুখে। ভিসি, প্রোভিসির ছত্রচ্ছায়ায় ক্যাম্পাসে এসব হচ্ছে। কারণ, আমরা অনেক দিন ধরে ভিসি ও প্রোভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছি।’ 

রাসেল আহমেদ আরও বলেন, ‘আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেব না। আমরা পিস্তলসহ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।’

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা