হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় মো. সিফাত (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাতি লোটা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। 

মো. সিফাত মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর (ঢালিপাড়া) এলাকার মৃত আবুল বশরের ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রাতে বাড়বকুণ্ড বাজার থেকে কাজ শেষে ঢাকামুখী সড়কে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেল আরোহী সিফাত। মহাসড়কের হাতিলোটা রাস্তার মাথা এলাকা অতিক্রমকালে একইমুখী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০ ফুট দূরে মহাসড়কের পশ্চিম পাশে ছিটকে পড়েন সিফাত এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল হাকিম আজাদ আজকের পত্রিকাকে বলেন, দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী