হোম > সারা দেশ > নোয়াখালী

মাঠে মাঠে পাকা ধান কাটার ধুম

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে মাঠে মাঠে দোল খাচ্ছে পাকা ধান। এতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। এর মধ্যে পাকা ধান কাটা শুরু হয়েছে। চলছে পাকা ধান ঘরে তোলার প্রস্তুতি। 

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার মৌসুমের শুরুতেই খুব একটা বৃষ্টি হয়নি। খাল-বিলে পর্যাপ্ত পানি থাকায় জমিতে পানি দিতে পেরেছেন কৃষকেরা। তবে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় ধান উৎপাদনে বাড়তি খরচ হয়েছে। আগে এক বিঘা জমিতে সেচের খরচ হইতো ১ হাজার ৫০০ টাকার মতো, কিন্তু এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার টাকার বেশি। এ ছাড়া ধান কাটার ও মাড়াইয়ের কামলা খরচ বেড়েছে গত বছরের চাইতে অনেক বেশি। এসব কারণে বোরো ধান উৎপাদনে খরচ বেড়েছে। 

এ বিষয়ে রাজ্জাকপুর গ্রামের কৃষক কবির হোসেন জানান, এ বছর বৃষ্টি তেমন হয়নি, যে কারণে গত বছরের চেয়ে এবার সেচ খরচ বেশি হয়েছে। আগাছা নিড়ানি, মাটি কাছলানি, পরিমাণমতো সার-কীটনাশক দিতে গিয়ে ব্যয় বেড়েছে। তবে আমাদের এলাকার প্রতিটি মাঠে এখন পাকা ধান বাতাসে দোল খাচ্ছে। এবার অন্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। মাঠের দিকে চোখ পড়লে মনটা আনন্দে ভরে যায়। 

খালিশপাড়া গ্রামের বর্গাচাষি কামাল হোসেন জানান, ‘সরকার এখনো ধান কেনা শুরু করেনি। গত বছর ১ হাজার ৮০ টাকা মণ হিসেবে ধান কিনেছিল সরকার। এবার গতবারের দামে ধান কিনলে আমাদের লোকসান হবে।’

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার প্রায় সব এলাকায় হাইব্রিড ধান ও স্থানীয় বিভিন্ন জাতের ধান আবাদ করা হয়েছে। উপজেলার প্রায় ৩ হাজার কৃষককে সরকারি প্রণোদনার মাধ্যমে সহায়তা দেওয়া হয়েছে। বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ হাজার ৭০০ হেক্টর জমি। এর মধ্যে আবাদ করা হয়েছে ৭ হাজার ৩০০ হেক্টর জমি। 

উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ হোসেন জানান, গ্রামে গ্রামে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার ফলে গতবারের তুলনায় এ বছর ধানের ভালো উৎপাদন হবে। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সিরাজুল ইসলাম জানান, ‘আমরা এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি। কৃষকের স্বপ্নের সোনালি ফসল ঘরে তোলা শুরু হয়েছে। কৃষি অফিস থেকে ধান কেনার ব্যাপারে সরকারের নির্দেশনা অচিরেই ঘোষণা দেওয়া হবে।’ 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়