হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড় থেকে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালীর লক্ষীরখীল এলাকার পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে লক্ষীরখীলের পাহাড়ি এলাকায় আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহের মুখ ফোলা ও অস্পষ্ট। আর গলায় প্লাস্টিকের রশি প্যাঁচানো ছিল। পরনে নীল রঙের জিনস প্যান্ট থাকলেও গায়ে কোনো জামা ছিল না। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে গলায় রশি দিয়ে শ্বাসরোধে কেউ হত্যা করে ওই কিশোরের মরদেহ ফেলে গেছে।’ 

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহটির পরিচয় ও হত্যাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। 

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩৫টি সোনার বার ছিনতাই

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ