হোম > সারা দেশ > চট্টগ্রাম

দলীয় কর্মীদের হাতেই মার খেলেন উপজেলা আ.লীগ সভাপতি

নানিয়ারচর (রাঙামাটি)প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে দলীয় নেতা-কর্মীদের হাতেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, গতকাল সোমবার সন্ধ্যায় (৮ মে) বুড়িঘাট ৮ নম্বর টিলায় নূর হোসেনের চায়ের দোকানে তাঁর ওপর সহযোগী ও  অঙ্গসংগঠনের কয়েক জন নেতা-কর্মী অতর্কিতে হামলা চালায়। এ সময় কাইয়ুম হোসেন ও রুবায়েত হোসেন নামের আরও দুজন আহত হয়েছেন বলে দাবি তাঁর।

এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় কোন্দলের জন্যই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা হামলা করেছে। আমি এ নিয়ে জেলার শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করছি। আমাকে নুরজামাল, শাহিন আলম, মহিদুল, হাফিজ, শহিবুল ইসলাম, রুবেল মৃধাসহ কয়েক জন অতর্কিত হামলা চালায় এবং দোকান ভাঙচুর করে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া দাবি জানাচ্ছি আমি।’

মোবাইল ফোনে জানতে চাইলে এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা শাহিন আলম বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমি রাঙামাটি আছি।’

এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা সহিবুল ইসলাম মোবাইল ফোনে জানান, তিনি বগাছড়ি আছেন এবং এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে তিনি দাবি করেন।

এ নিয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি, আমাদের ফোর্স ঘটনাস্থলে যাচ্ছে। এখনো থানায় অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নানিয়ারচর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার ও  সাধারণ সম্পাদক ইলিপন চাকমার মধ্যে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে সম্প্রতি ৭১ সদস্যের উপজেলা কমিটির ৫২ জন নেতা ইলিপন চাকমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে তাকে পদ থেকে অব্যাহতি দিতে লিখিতভাবে আবেদন করে জেলা আওয়ামী লীগের কাছে। এরপর সভাপতির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন এমন অভিযোগের কিছু সংবাদ প্রকাশিত হয়। এসব ঘটনায় দূরত্ব বাড়ে দুই নেতার। এরই মধ্যে এ হামলার ঘটনা ঘটল। 

এ নিয়ে জানতে চাইলে মোবাইল ফোনে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা বলেন, ‘আমাদের সমস্যাগুলো জেলা আওয়ামী লীগ মিটমাট করে দিয়েছে। এর পর আমি সবাইকে বলে দিয়েছি এ নিয়ে আর বাড়াবাড়ি না করতে। কিন্তু হঠাৎ এই ধরনের ঘটনা কেন ঘটবে সেটাই তো বুঝতে পারছি না। চায়ের দোকানের ঘটনাটি হয়তো তর্কাতর্কির কারণেও হতে পারে।’

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত