হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেক হাসপাতালের ১৫৬ জন চিকিৎসককে একযোগে বদলির আদেশ  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের বিভিন্ন প্রান্তে জরুরি কোভিড সেবা নিশ্চিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের ১৫৬ জন চিকিৎসককে একযোগে বদলি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হঠাৎ করে এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। যেখানে কাল বুধবারের মধ্যেই তাঁদের পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে। 
 
মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারি মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নে বর্ণিত বিসিএস স্বাস্থ্য কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হলো।’ উপসচিব জাকিয়া পারভিন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
 
স্বাস্থ্যসেবা বিভাগের আদেশ অনুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ৬০ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, ১৮ জনকে খাগড়াছড়িতে, ২৪ জনকে ফেনীতে, ১৬ জনকে বিআইডিআইডিতে, ৮ জনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
 
হঠাৎ করে মন্ত্রণালয়ের এমন আদেশে কোভিড ও নন–কোভিড সেবা দুটিই ব্যাহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
কোভিড-১৯ মোকাবিলায় গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিভাগীয় সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এমন বদলি আগে কখনো হয়নি। কারও সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করে হঠাৎ করে এমন বদলির আদেশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবাকে ব্যাহত করবে। এখানে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই হাজার রোগী ভর্তি থাকে। এমনিতেই থাকে চিকিৎসক–সংকট। আর বদলির অধিকাংশই বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ায় এখানে এত রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে।
 
হঠাৎ করে এমন বদলির আদেশ কেন এল—জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমাদের জানার কথাও না। মন্ত্রণালয় থেকে বদলি। হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ব্যাঘাতের বিষয়ে আমি কথা বলেছি।’ তারা জানিয়েছে, এই বদলির রিপ্লেসমেন্ট দিয়ে দেওয়া হবে।’

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে