কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ ফটোগ্রাফার মোহাম্মদ সাগরের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে সৈকতের কবিতা চত্বর এলাকায় তার মরদেহ ভেসে আসে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে সৈকতের সীগাল পয়েন্টে গোসলে নেমে সাগর নিখোঁজ হন।
মোহাম্মদ সাগর উখিয়া উপজেলার ঘুমধুম কাস্টমস এলাকার বাসিন্দা নুরুল আলম ছেলে। সাগর কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তোলে জীবিকা নির্বাহ করতেন।
সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে সাগরকে উদ্ধারে দমকল বাহিনী, লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।’
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক গাজি মিজান বলেন, ‘আজ বুধবার সকাল ৮টার দিকে সৈকতের কবিতা চত্বর এলাকায় তার মরদেহ ভেসে আসে। এরপর স্বজনেরা সাগরের পরিচয় শনাক্ত করে।’