হোম > সারা দেশ > চট্টগ্রাম

অটোরিকশাচালকদের থেকে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার ১০ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে চাঁদার ২৬ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাট মোড় ও উপজেলা ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোলেমান (৪৫), আব্দুল্লাহ (২৭), আবুল কালাম (৩০), রুবেল (৩১), মামুন (৩৪), বিমল বড়ুয়া (৬৫), আব্দুল হালিম (৪০), রাসেল (৩৮), আব্দুল গনি (৩৫) ও শাহজাহান (৪৩)। 

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আছে, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় চাঁদাবাজির শিকার হচ্ছেন পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অটোরিকশার চালকেরা। এই বিষয়ে নজরদারি চালিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরীর ও ফটিকছড়িতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে হাতেনাতে চাঁদার ২৬ হাজার ৮৮০ টাকাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।’ 

শরীফ উল আলম বলেন, ‘মূলত অটোরিকশা স্টেশনের চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখানে চাঁদা না দিলে চালকদের মারধরের ঘটনাও ঘটে। পৃথক দুটি মামলা দিয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়েছে।’

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড