হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

অনিয়মের অভিযোগ: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান তদন্তের মুখে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করবে মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত ৫ এপ্রিল পাঠানো এক পত্রে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপসচিব মোহাম্মদ শামসুল হক স্বাক্ষরিত পত্রে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল।  পত্রে আরও জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন শাখার যুগ্ম সচিব মো. কামাল হোসেন তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত করবেন। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তদন্ত করার ব্যাপারে তাঁকে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে কবে এই তদন্ত করা হবে, সে বিষয়ে তিনি কোনো কথা বলেননি।

জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর লিখিত অভিযোগ দেন জেলা পরিষদের আটজন সদস্য।

তাঁরা হলেন—আখাউড়ার সাইফুল ইসলাম, সরাইলের পায়েল হোসেন মৃধা, নাসিরনগরের সামসুল কিবরিয়া, আশুগঞ্জের বিল্লাল মিয়া, বাঞ্ছারামপুরের আবুল কালাম আজাদ, বিজয়নগরের বাবুল আক্তার, সদর উপজেলার বাবুল মিয়া ও সংরক্ষিত সদস্য বিউটি কানিজ।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা