হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় বাস ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাণীরহাট-রাঙামাটি সড়কে বাস ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চাঁদের গাড়ির চালকের সহকারী সেজো মারমা (২৫) নিহত হয়েছেন। চালকের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন বাসের যাত্রী আহত হয়েছে। আহতদের পুলিশ ও স্থানীয়দের সহায়তায় স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়েছে। 

আজ রোববার সকাল ৭টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া অংশের রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঠাণ্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে পাইনবাগান-সংলগ্ন কাশখালী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত সেজো মারমা (২৫) রাঙামাটি জেলার কাউখালী থানার বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত চাঁদের গাড়ির সহকারী বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হালিম নামের এক ব্যক্তি জানান, সকাল ৭টার দিকে মুন্সিগঞ্জ থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি টিম শ্যামলী পরিবহনের বাস নিয়ে রাঙামাটি ভ্রমণে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও চাঁদের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। 

রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি চাঁদের গাড়ির সহকারী নিহত হয়েছেন। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা