চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাণীরহাট-রাঙামাটি সড়কে বাস ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চাঁদের গাড়ির চালকের সহকারী সেজো মারমা (২৫) নিহত হয়েছেন। চালকের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন বাসের যাত্রী আহত হয়েছে। আহতদের পুলিশ ও স্থানীয়দের সহায়তায় স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়েছে।
আজ রোববার সকাল ৭টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া অংশের রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঠাণ্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে পাইনবাগান-সংলগ্ন কাশখালী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সেজো মারমা (২৫) রাঙামাটি জেলার কাউখালী থানার বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত চাঁদের গাড়ির সহকারী বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি চাঁদের গাড়ির সহকারী নিহত হয়েছেন। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।