হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে যৌতুক মামলা

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আদালতে ইকবাল হোসেন নামের এক ট্রাফিক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন চিকিৎসক স্ত্রী। অভিযুক্ত  ইকবাল হোসেন খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ট্রাফিক সার্জেন্ট। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা অভিযোগটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের পেশকার কফিল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আদালত ওই সার্জেন্টের স্ত্রী ডাক্তার সোনিয়া সামাদের বক্তব্য নিয়েছেন। এ ব্যাপারে জেলার মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, `ডাক্তার সোনিয়াকে আমি ১৫ থেকে ২০ দিন আগে তালাক দিয়েছি।' তিনি এ ব্যাপারে আর কিছু বলতে রাজি হননি।

মামলার অভিযোগে বলা হয়,  এ বছর ১১ ফেব্রুয়ারি ইকবালের সঙ্গে তার বিয়ের পর থেকে বাদীকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। বাদীর মা–বাবা ইতালিপ্রবাসী । অভিযুক্তের মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৬ এপ্রিল যৌতুকের এক লাখ টাকা অভিযুক্তকে বুঝিয়ে দেন। এরপর ঢাকার সাভারে বাদীর পাঁচ তলা বাড়ি, একটি প্রাইভেট কার ইকবালের নামে লিখে দিতে বাদীকে চাপ দেন। বাদী মিরসরাই উপজেলার জোরারগঞ্জে একটি ক্লিনিকে কর্মরত আছেন। গত ২৫ জুলাই বাদীর জোরারগঞ্জের বাসায় এসে অভিযুক্ত ইকবাল হোসেন যৌতুকের জন্য স্ত্রী সোনিয়াকে করেন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল