হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ড উপকূলে রাত যাপনকালে ছিনতাইয়ের শিকার চার পর্যটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে ক্যাম্পিং করা চার বন্ধু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে ক্যাম্পিং করে রাত যাপনকালে চার পর্যটক ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ভুক্তভোগী পর্যটক আইয়ান শাহরিয়ার নাঈম।

আইয়ান জানান, তিনি ও তাঁর বন্ধু নাহিদুল আলম শুভ, রিফাত আহম্মেদ ও আসিফ জামান শুভ চার দিন আগে বাড়বকুণ্ড সাগর উপকূলে ক্যাম্পিং করে রাত যাপন শুরু করেন। নিরাপত্তার জন্য রাকিব নামের স্থানীয় এক যুবককে গাইড হিসেবে সঙ্গে রাখেন। গত মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে তাঁরা যখন রান্না শেষে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ছুরি, রাম দা ও চায়নিজ কুড়াল নিয়ে মুখোশধারী চার ছিনতাইকারী তাঁদের জিম্মি করেন। তাঁরা ভুক্তভোগীদের গালমন্দের পাশাপাশি টাকা ছিনিয়ে নেন। সেই সঙ্গে আইয়ানের মোবাইল ফোন কেড়ে নেন।

আইয়ান আরও জানান, ঘটনার পর সাহায্য না করে তাঁদের গাইড রাকিব অস্বাভাবিক আচরণ করতে থাকলে সন্দেহ দেখা দেয়। পরে গতকাল বুধবার দুপুরে বিষয়টি মহিউদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তিকে জানালে তিনি ভুক্তভোগীদের স্থানীয় জনপ্রতিনিধির কাছে পৌঁছে দেন। সেখানে জানা যায়, ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের একজন ওই জনপ্রতিনিধির ভাতিজা ও গাইড রাকিবের স্বজন। জনপ্রতিনিধি পরে ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে দেন।

এ নিয়ে কথা হলে মহিউদ্দিন বলেন, ‘ছিনতাইয়ের কবলে পড়া চার পর্যটক আমার কাছে বিষয়টি জানালে আমি তাঁদের স্থানীয় জনপ্রতিনিধি খাইরুলের কাছে নিয়ে যাই। তিনি পর্যটকদের কাছ থেকে বিস্তারিত শুনে তাঁদের ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে দেন।’

এ বিষয়ে জানতে খাইরুলের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ছিনতাইয়ের বিষয়টি তিনি অবগত নন। এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও করা হয়নি।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ