হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ড উপকূলে রাত যাপনকালে ছিনতাইয়ের শিকার চার পর্যটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে ক্যাম্পিং করা চার বন্ধু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে ক্যাম্পিং করে রাত যাপনকালে চার পর্যটক ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ভুক্তভোগী পর্যটক আইয়ান শাহরিয়ার নাঈম।

আইয়ান জানান, তিনি ও তাঁর বন্ধু নাহিদুল আলম শুভ, রিফাত আহম্মেদ ও আসিফ জামান শুভ চার দিন আগে বাড়বকুণ্ড সাগর উপকূলে ক্যাম্পিং করে রাত যাপন শুরু করেন। নিরাপত্তার জন্য রাকিব নামের স্থানীয় এক যুবককে গাইড হিসেবে সঙ্গে রাখেন। গত মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে তাঁরা যখন রান্না শেষে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ছুরি, রাম দা ও চায়নিজ কুড়াল নিয়ে মুখোশধারী চার ছিনতাইকারী তাঁদের জিম্মি করেন। তাঁরা ভুক্তভোগীদের গালমন্দের পাশাপাশি টাকা ছিনিয়ে নেন। সেই সঙ্গে আইয়ানের মোবাইল ফোন কেড়ে নেন।

আইয়ান আরও জানান, ঘটনার পর সাহায্য না করে তাঁদের গাইড রাকিব অস্বাভাবিক আচরণ করতে থাকলে সন্দেহ দেখা দেয়। পরে গতকাল বুধবার দুপুরে বিষয়টি মহিউদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তিকে জানালে তিনি ভুক্তভোগীদের স্থানীয় জনপ্রতিনিধির কাছে পৌঁছে দেন। সেখানে জানা যায়, ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের একজন ওই জনপ্রতিনিধির ভাতিজা ও গাইড রাকিবের স্বজন। জনপ্রতিনিধি পরে ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে দেন।

এ নিয়ে কথা হলে মহিউদ্দিন বলেন, ‘ছিনতাইয়ের কবলে পড়া চার পর্যটক আমার কাছে বিষয়টি জানালে আমি তাঁদের স্থানীয় জনপ্রতিনিধি খাইরুলের কাছে নিয়ে যাই। তিনি পর্যটকদের কাছ থেকে বিস্তারিত শুনে তাঁদের ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে দেন।’

এ বিষয়ে জানতে খাইরুলের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ছিনতাইয়ের বিষয়টি তিনি অবগত নন। এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও করা হয়নি।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট