হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ড উপকূলে রাত যাপনকালে ছিনতাইয়ের শিকার চার পর্যটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে ক্যাম্পিং করা চার বন্ধু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে ক্যাম্পিং করে রাত যাপনকালে চার পর্যটক ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ভুক্তভোগী পর্যটক আইয়ান শাহরিয়ার নাঈম।

আইয়ান জানান, তিনি ও তাঁর বন্ধু নাহিদুল আলম শুভ, রিফাত আহম্মেদ ও আসিফ জামান শুভ চার দিন আগে বাড়বকুণ্ড সাগর উপকূলে ক্যাম্পিং করে রাত যাপন শুরু করেন। নিরাপত্তার জন্য রাকিব নামের স্থানীয় এক যুবককে গাইড হিসেবে সঙ্গে রাখেন। গত মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে তাঁরা যখন রান্না শেষে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ছুরি, রাম দা ও চায়নিজ কুড়াল নিয়ে মুখোশধারী চার ছিনতাইকারী তাঁদের জিম্মি করেন। তাঁরা ভুক্তভোগীদের গালমন্দের পাশাপাশি টাকা ছিনিয়ে নেন। সেই সঙ্গে আইয়ানের মোবাইল ফোন কেড়ে নেন।

আইয়ান আরও জানান, ঘটনার পর সাহায্য না করে তাঁদের গাইড রাকিব অস্বাভাবিক আচরণ করতে থাকলে সন্দেহ দেখা দেয়। পরে গতকাল বুধবার দুপুরে বিষয়টি মহিউদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তিকে জানালে তিনি ভুক্তভোগীদের স্থানীয় জনপ্রতিনিধির কাছে পৌঁছে দেন। সেখানে জানা যায়, ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের একজন ওই জনপ্রতিনিধির ভাতিজা ও গাইড রাকিবের স্বজন। জনপ্রতিনিধি পরে ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে দেন।

এ নিয়ে কথা হলে মহিউদ্দিন বলেন, ‘ছিনতাইয়ের কবলে পড়া চার পর্যটক আমার কাছে বিষয়টি জানালে আমি তাঁদের স্থানীয় জনপ্রতিনিধি খাইরুলের কাছে নিয়ে যাই। তিনি পর্যটকদের কাছ থেকে বিস্তারিত শুনে তাঁদের ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে দেন।’

এ বিষয়ে জানতে খাইরুলের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ছিনতাইয়ের বিষয়টি তিনি অবগত নন। এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও করা হয়নি।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির