হোম > সারা দেশ > খাগড়াছড়ি

কলেজশিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক কলেজশিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আজ শনিবার ভুক্তভোগীর ছাত্রীদের অভিভাবকেরা কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। পরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজের অধ্যক্ষ তাঁর নিজ কার্যালয়ে অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রীদের নিয়ে মুখোমুখি করে অভিযোগ সম্পর্কে শোনেন। 

অভিযুক্ত শিক্ষকের নাম অর্জুন নাথ। তিনি গুইমারা সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক। ভুক্তভোগীরা ওই কলেজের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। গত বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামের এই ঘটনা ঘটে। 

জানা যায়, বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের ইংরেজি ক্লাস শেষে ওই ছাত্রীরা একসঙ্গে গ্রুপ স্টাডি করছিলেন। এই সময় প্রভাষক অর্জুন নাথ ৭ মার্চ রচনা প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে ঘোষণা শেষে ফেরার সময় ওই দুই ছাত্রীকে নানাভাবে শ্লীলতাহানি করেন। ছাত্রীরা তাৎক্ষণিক কোনো প্রতিবাদ না করে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে তাঁরা পরিবারকে সব ঘটনা বলেন। পরে কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীর অভিভাবকেরা। এ সময় কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকদের জেরার মুখে অভিযুক্ত প্রভাষক অর্জুন নাথ ওই ছাত্রীর শরীরে হাত দেওয়া ও অশালীন কথা বলার কথা স্বীকার করেন। 

এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন বলেন, গুইমারা সরকারি কলেজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। তবে প্রভাষক অর্জুন নাথ সকল দোষ স্বীকার করেছেন। এমন ঘটনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন সকল শিক্ষার্থীদের সামনে। এর পর শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে প্রভাষক অর্জুন নাথকে সাময়িক ভাবে ১ মাসের জন্য কলেজের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যেই জীববিজ্ঞানের নতুন প্রভাষক নিয়োগ দেবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন তিনি। 

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমি আমার মেয়ের শ্লীলতাহানির বিচার চাই। একজন শিক্ষক এত বড় ন্যক্কারজনক কাজ করতে পারেন এটা অবিশ্বাস্য। আমাদের মেয়েদের নিরাপত্তার ও ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত।’ 

শুক্রবার অভিযুক্ত শিক্ষক অর্জুন নাথের কাছে সাংবাদিকেরা বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে অভিযোগটি সত্য নয় বলে জানান। আজ শনিবার শিক্ষার্থী ও শিক্ষকদের জেরার মুখে বলেন, ‘আমি ওদের মজা করে থাপ্পড় দিয়েছি। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।’ 

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু