হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় লরির চাপায় ২ কলেজছাত্র নিহত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাইয়ার দিঘি এলাকায় জ্বালানি তেলবোঝাই লরির চাপায় দুই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ার দিঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন কলেজপড়ুয়া। তাঁরা হলেন— মামুনুর রশীদ শাওন (২১) ও মো. ইমন (২০)।

ইমন কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীরের ছেলে এবং মামুনুর রশীদ শাওন একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুসের ছেলে।

খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ও ক্রসিং হাইওয়ে পুলিশের পৃথক দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেছে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। পুলিশ মরদেহ দুটি সড়ক থেকে সরালে ঘটনার এক ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়। ক্রসিং হাইওয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী এনাম মজুমদার জানান, দ্রুতগামী একটি তেলবাহী লরি দুই বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। 

মামুনুর রশীদ শাওন বিজিসি ট্রাস্ট কলেজ এবং ইমন লোহাগাড়ার মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র। তাঁরা দুই বন্ধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, তেলবাহী লরিটি চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কে দুই যুবক পার্শ্ববর্তী কচুয়াই গ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে পটিয়া বাইপাস সড়ক পার হয়ে উপজেলা সদরের দিকে আসছিলেন। ভাইয়ার দিঘি এলাকায় মহাসড়কে তাঁদের তেলবাহী লরি চাপা দেয়। এ সময় দুই বন্ধু বাইসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার