হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় লরির চাপায় ২ কলেজছাত্র নিহত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাইয়ার দিঘি এলাকায় জ্বালানি তেলবোঝাই লরির চাপায় দুই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ার দিঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন কলেজপড়ুয়া। তাঁরা হলেন— মামুনুর রশীদ শাওন (২১) ও মো. ইমন (২০)।

ইমন কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীরের ছেলে এবং মামুনুর রশীদ শাওন একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুসের ছেলে।

খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ও ক্রসিং হাইওয়ে পুলিশের পৃথক দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেছে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। পুলিশ মরদেহ দুটি সড়ক থেকে সরালে ঘটনার এক ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়। ক্রসিং হাইওয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী এনাম মজুমদার জানান, দ্রুতগামী একটি তেলবাহী লরি দুই বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। 

মামুনুর রশীদ শাওন বিজিসি ট্রাস্ট কলেজ এবং ইমন লোহাগাড়ার মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র। তাঁরা দুই বন্ধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, তেলবাহী লরিটি চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কে দুই যুবক পার্শ্ববর্তী কচুয়াই গ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে পটিয়া বাইপাস সড়ক পার হয়ে উপজেলা সদরের দিকে আসছিলেন। ভাইয়ার দিঘি এলাকায় মহাসড়কে তাঁদের তেলবাহী লরি চাপা দেয়। এ সময় দুই বন্ধু বাইসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে