হোম > সারা দেশ > চট্টগ্রাম

নগরীতে ৩৬ হাজার টাকা জালনোটসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর চান্দগাঁও থেকে ৩৬ হাজার টাকার জালনোটসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল বুধবার রাতে চান্দগাঁও থানাধীন মোহরা ওয়ার্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 
 
আটক হওয়া ব্যক্তিরা হলেন, ভোলা জেলার লালমোহন থানার চরভূতা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে নসু মিয়া (৩২) ও একই থানা এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন। 

র‍্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, অসাধু একটি চক্র জালনোট ছড়াচ্ছে এমন সংবাদের তথ্য পেয়ে মোহরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে র‍্যাবের উপস্থিতি দেখে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের প্যান্টের প্যাকেটে তল্লাশি করে ১ হাজার টাকা সমমানের ৩৬ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। 
 
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান বলেন, এ ঘটনায় ওই দিন রাতেই র‍্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্তদের পরে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার