হোম > সারা দেশ > চট্টগ্রাম

নগরীতে ৩৬ হাজার টাকা জালনোটসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর চান্দগাঁও থেকে ৩৬ হাজার টাকার জালনোটসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল বুধবার রাতে চান্দগাঁও থানাধীন মোহরা ওয়ার্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 
 
আটক হওয়া ব্যক্তিরা হলেন, ভোলা জেলার লালমোহন থানার চরভূতা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে নসু মিয়া (৩২) ও একই থানা এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন। 

র‍্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, অসাধু একটি চক্র জালনোট ছড়াচ্ছে এমন সংবাদের তথ্য পেয়ে মোহরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে র‍্যাবের উপস্থিতি দেখে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের প্যান্টের প্যাকেটে তল্লাশি করে ১ হাজার টাকা সমমানের ৩৬ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। 
 
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান বলেন, এ ঘটনায় ওই দিন রাতেই র‍্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্তদের পরে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। 

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান