হোম > সারা দেশ > চট্টগ্রাম

নগরীতে ৩৬ হাজার টাকা জালনোটসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর চান্দগাঁও থেকে ৩৬ হাজার টাকার জালনোটসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল বুধবার রাতে চান্দগাঁও থানাধীন মোহরা ওয়ার্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 
 
আটক হওয়া ব্যক্তিরা হলেন, ভোলা জেলার লালমোহন থানার চরভূতা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে নসু মিয়া (৩২) ও একই থানা এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন। 

র‍্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, অসাধু একটি চক্র জালনোট ছড়াচ্ছে এমন সংবাদের তথ্য পেয়ে মোহরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে র‍্যাবের উপস্থিতি দেখে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের প্যান্টের প্যাকেটে তল্লাশি করে ১ হাজার টাকা সমমানের ৩৬ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। 
 
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান বলেন, এ ঘটনায় ওই দিন রাতেই র‍্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্তদের পরে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে